২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার লেখাপড়া : বাংলা দ্বিতীয় পত্র

দ্বিতীয় অধ্যায় : চতুর্থ পরিচ্ছদ-সন্ধি
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায়-চতুর্থ পরিচ্ছেদ : সন্ধি’ থেকে ১৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। বাংলা ব্যাকরণের কোন অংশে সন্ধি আলোচিত হয়?
ক) ধ্বনিতত্ত্বে
খ) রূপতত্ত্বে
গ) শব্দতত্ত্বে
ঘ) বাক্যতত্ত্বে
২। পাশাপাশি ধ্বনির মিলনকে বলে?
ক) একত্রীকরণ
খ) সন্নিবেশ
গ) সমাস
ঘ) সন্ধি
৩। সন্ধির প্রধান সুবিধা কী?
ক) পড়ার সুবিধা
খ) লেখার সুবিধা
গ) উচ্চারণের সুবিধা
ঘ) শোনার সুবিধা
৪। ‘স্বাগত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) সু+আগত
খ) স্ব+আগত
গ) সা+আগত
ঘ) স্ + আগত
৫। ‘পর্যন্ত’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) পর্য+ন্ত খ) পরি+অন্ত
গ) পর্য+অন্ত ঘ) প+র্যন্ত
৬। বিসর্গকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
৭। ‘দ্যুলোক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?
ক) দ্যুল + অক
খ) দ্যুল + ওক
গ) দীব + লোক
ঘ) দিব্ + লোক
৮। উপরি+উপরি সন্ধি সাধিত শব্দ কোনটি?
ক) উপর্যুপরি
খ) উপর্যপরি
গ) উপরিউপরি
ঘ) পুনরপি
৯। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
ক) গবাক্ষ
খ) সজ্জন
গ) মরূদ্যান
ঘ) প্রত্যেক
১০। ‘তন্বী’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) তনু+নী খ) তনু+ঈ
গ) তন+নী ঘ) তনু+ই
১১। কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?
ক) শুভেচ্ছা
খ) পরিচ্ছদ
গ) অতএব
ঘ) শিরপীড়া
১২। ঋ ভিন্ন অন্য স্বর পরে থাকলে ঋ স্থানে র হয় এবং কী হয়ে পূর্ববর্তী ব্যঞ্জনে যুক্ত হয়?
ক) ঋ-কার
খ) রেফ
গ) হ-ফলা
ঘ) র-ফলা
১৩। ত-এর পরে ল্ থাকলে ত্ স্থানে কোনটি হয়?
ক) উ
খ) দ্ধ
গ) ল্ব
ঘ) ল
১৪। কোনটি বানানটি ঠিক নয়?
ক) সান্ত¡না
খ) ব্রাহ্মণ
গ) দুরাবস্থা
ঘ) গুঞ্জন
উত্তর : ১। ক ২। ঘ ৩। গ ৪। ক ৫। খ ৬। ক ৭। ঘ ৮। ক ৯। ক ১০। খ ১১। খ ১২। ঘ ১৩। ঘ ১৪। গ।


আরো সংবাদ



premium cement
নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারে শোকের মাতম এক কার্গো এলএনজি ও এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার কারাগারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আহত কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন রাখায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল দেশে পৌঁছেই যা বললেন মিজানুর রহমান আজহারী অবৈধ বিদেশীদের বৈধতা অর্জনের সময় বেঁধে দিলো সরকার ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা ফেসবুকে ১২ দিনের পরিচয়ে প্রেম, গণধর্ষণের শিকার কিশোরী চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সকল